Roja Or Siam Will Tell Allah | Abdur Razzak Bin Yousuf | Nasir MediaMd Ashiqur Rahman NasirMar 7, 20242 min readমাহে রমজানের রোজা গুরুত্বপূর্ণ একটি ফরজ ইবাদত। আল্লাহতায়ালা মুসলমানদের ওপর রমজান মাসে রোজা পালন ফরজ করে দিয়েছেন।রোজাদারদের জন্য রয়েছে অফুরন্ত সওয়াব। রোজার বিনিময় স্বয়ং আল্লাহ দেবেন বলে ঘোষণা করেছেন। হাদিসে কুদসিতে মহান আল্লাহতায়ালা বলেন, মানুষের প্রতিটি কাজ তার নিজের জন্য, কিন্তু রোজা এর ব্যতিক্রম। রোজা শুধু আমার জন্য, আমিই এর প্রতিদান দেব। (মুসলিম: ২৭৬০)।বিখ্যাত সাহাবি হজরত আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেন, ‘তোমাদের কাছে রমজান উপস্থিত হয়েছে। রমজান এক বরকতময় মাস। আল্লাহ তোমাদের ওপর এ মাসে সিয়াম পালন করা ফরজ করেছেন। এ মাসে আসমানের দরজাসমূহ খুলে দেয়া হয়। জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেয়া হয়। এ মাসে অবাধ্য শয়তানদের শিকলবদ্ধ করা হয়। এ মাসে আল্লাহ এমন একটি রাত রেখেছেন, যা হাজার মাসের চেয়ে উত্তম। যে ব্যক্তি এ রাতের কল্যাণ থেকে বঞ্চিত হলো সে ব্যক্তি প্রকৃতপক্ষেই বঞ্চিত’। (নাসায়ি : ২১০৬)।রাসুলুল্লাহ (সা.) এরশাদ করেন, মানব সন্তানের প্রতিটি নেক আমলের প্রতিদান ১০ থেকে ৭০০ গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। আল্লাহতায়ালা বলেন, কিন্তু রোজার বিষয়টি ভিন্ন। কেননা রোজা শুধু আমার জন্য, আমিই তার প্রতিদান দেব। (মুসলিম : ১৫৫১)।শুধু না খেয়ে থাকাই সিয়াম সাধনার মূল উদ্দেশ্য নয়। বরং যাবতীয় পাপাচার থেকে নিজের নফস ও প্রবৃত্তির ওপর নিয়ন্ত্রণ আরোপ করে মুখ ও জিহ্বাকে সংযত রাখতে হবে। সংযমের পরিচয়ে দিতে হবে সবক্ষেত্রে। পানাহার থেকে বিরত থাকার পাশাপাশি সব ধরনের অন্যায় ও পাপ কাজ থেকে বিরত থাকা রোজাদারদের অপরিহার্য কর্তব্য। মহান আল্লাহ রাব্বুল আলামিন রোজার যথাযথ হক আদায় করার তাওফিক দান করুন। আমীন। In English:Fasting in the month of Ramadan is an important obligatory act of worship. Allah Ta'ala has made it obligatory for Muslims to fast in the month of Ramadan.There are infinite rewards for those who fast. He declared that Allah himself will reward fasting. In Hadith Qudsi, Almighty Allah said, every work of man is for himself, but fasting is an exception. Fasting is only for Me, I will reward it. (Muslim: 2760).Narrated by the famous Companion Hazrat Abu Hurairah (R.A), Rasulullah Sallallahu Alaihi Wasallam said, 'Ramadan has come to you. Ramadan is a blessed month. Allah has made it obligatory upon you to fast in this month.The gates of heaven are opened in this month. The gates of hell are closed. In this month disobedient devils are chained. Allah has placed a night in this month that is better than a thousand months.A person who is deprived of the benefits of this night is truly deprived. (Nasa'i: 2106).Rasulullah (s.a.w.) said, the reward of every good deed of a human child is increased from 10 to 700 times. Allah says, but fasting is different. Because fasting is only for Me, I will reward it. (Muslim: 1551).Fasting is not the main purpose of fasting. Rather, one should control the mouth and tongue by imposing control over one's soul and instincts from all sins. Moderation must be shown in all cases.Apart from abstaining from eating and drinking, it is the essential duty of the fasting person to abstain from all kinds of wrongdoing and sinful acts. May Allah Almighty grant us the right to fast. amen.
মাহে রমজানের রোজা গুরুত্বপূর্ণ একটি ফরজ ইবাদত। আল্লাহতায়ালা মুসলমানদের ওপর রমজান মাসে রোজা পালন ফরজ করে দিয়েছেন।রোজাদারদের জন্য রয়েছে অফুরন্ত সওয়াব। রোজার বিনিময় স্বয়ং আল্লাহ দেবেন বলে ঘোষণা করেছেন। হাদিসে কুদসিতে মহান আল্লাহতায়ালা বলেন, মানুষের প্রতিটি কাজ তার নিজের জন্য, কিন্তু রোজা এর ব্যতিক্রম। রোজা শুধু আমার জন্য, আমিই এর প্রতিদান দেব। (মুসলিম: ২৭৬০)।বিখ্যাত সাহাবি হজরত আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেন, ‘তোমাদের কাছে রমজান উপস্থিত হয়েছে। রমজান এক বরকতময় মাস। আল্লাহ তোমাদের ওপর এ মাসে সিয়াম পালন করা ফরজ করেছেন। এ মাসে আসমানের দরজাসমূহ খুলে দেয়া হয়। জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেয়া হয়। এ মাসে অবাধ্য শয়তানদের শিকলবদ্ধ করা হয়। এ মাসে আল্লাহ এমন একটি রাত রেখেছেন, যা হাজার মাসের চেয়ে উত্তম। যে ব্যক্তি এ রাতের কল্যাণ থেকে বঞ্চিত হলো সে ব্যক্তি প্রকৃতপক্ষেই বঞ্চিত’। (নাসায়ি : ২১০৬)।রাসুলুল্লাহ (সা.) এরশাদ করেন, মানব সন্তানের প্রতিটি নেক আমলের প্রতিদান ১০ থেকে ৭০০ গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। আল্লাহতায়ালা বলেন, কিন্তু রোজার বিষয়টি ভিন্ন। কেননা রোজা শুধু আমার জন্য, আমিই তার প্রতিদান দেব। (মুসলিম : ১৫৫১)।শুধু না খেয়ে থাকাই সিয়াম সাধনার মূল উদ্দেশ্য নয়। বরং যাবতীয় পাপাচার থেকে নিজের নফস ও প্রবৃত্তির ওপর নিয়ন্ত্রণ আরোপ করে মুখ ও জিহ্বাকে সংযত রাখতে হবে। সংযমের পরিচয়ে দিতে হবে সবক্ষেত্রে। পানাহার থেকে বিরত থাকার পাশাপাশি সব ধরনের অন্যায় ও পাপ কাজ থেকে বিরত থাকা রোজাদারদের অপরিহার্য কর্তব্য। মহান আল্লাহ রাব্বুল আলামিন রোজার যথাযথ হক আদায় করার তাওফিক দান করুন। আমীন। In English:Fasting in the month of Ramadan is an important obligatory act of worship. Allah Ta'ala has made it obligatory for Muslims to fast in the month of Ramadan.There are infinite rewards for those who fast. He declared that Allah himself will reward fasting. In Hadith Qudsi, Almighty Allah said, every work of man is for himself, but fasting is an exception. Fasting is only for Me, I will reward it. (Muslim: 2760).Narrated by the famous Companion Hazrat Abu Hurairah (R.A), Rasulullah Sallallahu Alaihi Wasallam said, 'Ramadan has come to you. Ramadan is a blessed month. Allah has made it obligatory upon you to fast in this month.The gates of heaven are opened in this month. The gates of hell are closed. In this month disobedient devils are chained. Allah has placed a night in this month that is better than a thousand months.A person who is deprived of the benefits of this night is truly deprived. (Nasa'i: 2106).Rasulullah (s.a.w.) said, the reward of every good deed of a human child is increased from 10 to 700 times. Allah says, but fasting is different. Because fasting is only for Me, I will reward it. (Muslim: 1551).Fasting is not the main purpose of fasting. Rather, one should control the mouth and tongue by imposing control over one's soul and instincts from all sins. Moderation must be shown in all cases.Apart from abstaining from eating and drinking, it is the essential duty of the fasting person to abstain from all kinds of wrongdoing and sinful acts. May Allah Almighty grant us the right to fast. amen.
Commentaires