কাবা ঘরে নামাজ পড়লে হাজার গুন বেশি সওয়াব! Abdur Razzak Bin Yousuf | Nasir Media
- Md Ashiqur Rahman Nasir
- May 27
- 1 min read
Praying In The Kaaba Is A Thousand Times More Rewarding! Abdur Razzak Bin Yousuf | Nasir Media
কাবা ঘরে নামাজ পড়লে হাজার গুন বেশি সওয়াব! আব্দুর রাজ্জাক বিন ইউসুফ | নাসির মিডিয়া
মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববি পৃথিবীর শীর্ষ মর্যাদাসম্পন্ন দুই মসজিদ। এর পরের অবস্থানে ফিলিস্তিনের মসজিদে আকসা। মর্যাদার দিক দিয়ে চার নম্বরে আছে মদিনার মসজিদে কুবা। এই চার মসজিদে নামাজ আদায়ের আলাদা ফজিলত বর্ণিত হয়েছে হাদিসে।
মদিনায় অবস্থিত মসজিদে নববি রাসুলুল্লাহ (সা.)-এর হাতে প্রতিষ্ঠিত। এই মসজিদও হারামের অন্তর্ভুক্ত। বায়তুল্লাহ ও মসজিদে নববিকে একত্রে ‘হারামাইন’ বলা হয়। এই মসজিদের বিশেষ ফজিলত আছে। মসজিদে নববিতে সালাত আদায়ে হাজার গুণ বেশি সওয়াব। হজরত আবু হুরায়রা (রা.) বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, মসজিদুল হারাম (কাবা) ছাড়া আমার এ মসজিদে সালাত আদায় করা অন্যান্য মসজিদের তুলনায় এক হাজার গুণ বেশি সওয়াব। (বুখারি: ১১৯০)
Commenti