top of page

মক্কা ঘরের সামনে গিয়ে কি করবেন? Abdur Razzak Bin Yousuf | Nasir Media

  • Writer: Md Ashiqur Rahman Nasir
    Md Ashiqur Rahman Nasir
  • Apr 27
  • 1 min read


What To Do In Front Of The Mecca House? Abdur Razzak Bin Yousuf | Nasir Media



মক্কা ঘরের সামনে গিয়ে কি করবেন? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ | নাসির মিডিয়া


১. হিদায়া গ্রন্থের প্রণেতা শায়খুল ইসলাম বুরহান উদ্দিন আবুল হাসান আলি ইবনে আবু বকর আল-ফারগানি আল-মারগিনানি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ‘যখন আল্লাহর ঘর ‘বাইতুল্লাহ’ দৃষ্টি সীমায় আসবে; তখন উচ্চারণ করবে-


                  اَللهُ اَكْبَر এবং لَا اِلَهَ اِلَّا الله


উচ্চারণ: ‘আল্লাহু আকবার এবং লা ইলাহা ইল্লাল্লাহ’


২. হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর ঘর দেখা মাত্রই বলতেন-


                     بِسْمِ اللهِ اَللهُ اَكْبَر


উচ্চারণ: ‘বিসমিল্লাহি আল্লাহু আকবার’।


মক্কার সামনে গিয়ে দোয়া:-

উচ্চারণ: সুবহানাল্লাজি সাখখারা লানা হাজিহি ওয়ামা কুন্না লাহু মুকরিনীন, ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। 

অর্থ : পবিত্র সেই সত্তা, যিনি আমাদের জন্য এই বাহনকে বশীভূত করে দিয়েছেন। তাঁর সাহায্য ছাড়া একে বশীভূত করার ক্ষমতা আমাদের ছিল না। আমরা সকলে তাঁরই কাছে ফিরে যাব।

 
 
 

Comments


bottom of page