Is It Forbidden To Drink Coca-Cola Pepsi 7Up Tiger Speed? Abdur Razzak Bin Yousuf | Nasir MediaMd Ashiqur Rahman NasirFeb 22, 20243 min readকোকাকোলা, পেপসি, সেভেনআপ, টাইগার, স্পিড, এনার্জি ডিংক্স প্রভৃতি কোমল পানীয় পান করা হারাম।কোকাকোলা, পেপসি, সেভেনআপ, টাইগার, স্পিড, এনার্জি ডিংক্স-এর মতো পানীয় পান করা হালাল নয়। এগুলোতে অ্যালকোহল মিশ্রিত থাকে, যা ইসলামে হারাম। ইসলামে, যেকোনো খাদ্য বা পানীয়ে অ্যালকোহল মিশ্রিত থাকলে তা গ্রহণ করা নিষিদ্ধ। অ্যালকোহল পান করলে মানুষ নেশাগ্রস্ত হয়ে পড়ে, যার ফলে তার বিবেকবোধ নষ্ট হয়ে যায় এবং সে বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজ করতে পারে। তাই, ইসলামে অ্যালকোহল পান করাকে গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হয়। কোকাকোলা, পেপসি, সেভেনআপ, টাইগার, স্পিড, এনার্জি ডিংক্স-এর মতো পানীয়গুলোতে অ্যালকোহলের পরিমাণ কম হলেও তা গ্রহণ করা উচিত নয়। কারণ, ইসলামে অ্যালকোহল পান করার কোনও পরিমাণই বৈধ নয়।সুতরাং, কোকাকোলা, পেপসি, সেভেনআপ, টাইগার, স্পিড, এনার্জি ডিংক্স-এর মতো পানীয় পান করা থেকে বিরত থাকাই ভালো।কোন খাদ্য ও পানীয়তে কম-বেশী যা-ই থাক না কেন, অ্যালকোহল অর্থাৎ নেশাদার দ্রব্য মিশ্রিত থাকলে তা গ্রহণ করা সম্পূর্ণ হারাম। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘মাদকতা আনয়নকারী প্রত্যেক বস্ত্তই মদ এবং প্রতিটি মাদকদ্রব্য হারাম’ (মুসলিম, মিশকাত হা/৩৬৩৮)। অন্য হাদীছে এসেছে, ‘যার বেশী পরিমাণে মাদকতা আসে, তার কম পরিমাণও হারাম’ (তিরমিযী, ইবনু মাজাহ, মিশকাত হা/৩৬৪৫, সনদ ছহীহ)। বিভিন্ন সংবাদসূত্রে জানা যায়, সকল প্রকার এনার্জি ড্রিংক্সসহ অধিকাংশ কোমল পানীয়তে এ্যালকোহল মিশ্রিত থাকে। সম্প্রতি ফ্রান্সের একটি গবেষণা প্রতিষ্ঠান প্রকাশ করেছে যে, জনপ্রিয় দু’টি কোমল পানীয় কোকাকোলা ও পেপসিতে প্রতি লিটারে অন্ততঃ ১০ মিলিগ্রাম এ্যালকোহল রয়েছে (প্রেস টিভি নিউজ, ৩০ জুন’১২)। এছাড়া কোমল পানীয়ের মূল উপাদানে শুকরের চর্বির মিশ্রণ রয়েছে বলে বিশেষজ্ঞ মহলের অভিমত। এতে শরীরের জন্য ক্ষতিকর নানা উপাদানও বিদ্যমান। যেমন কোকো, ক্যাফেইন, কীটনাশক, কার্বন ডাই-অক্সাইড, উচ্চমাত্রার এসিড প্রভৃতি, যা মানুষের কিডনী, দাঁত, হাড়সহ স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর। এজন্য বিশ্বের বিভিন্ন স্থানে এ সকল কোমল পানীয় নামক সোডা ওয়াটার নিষিদ্ধ করা হয়েছে। সুতরাং তৈরীর মূল উপাদানসমূহ সম্পর্কে নিশ্চিত না হয়ে এ সকল পানীয় পান করা যাবে না। সর্বোপরি সন্দেহজনক বস্ত্ত থেকে দূরে থাকা আবশ্যক। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। এর মাঝে একটি সন্দেহযুক্ত জিনিস রয়েছে যা হারাম (বুখারী, মুসলিম, মিশকাত হা/২৭৬২)।In English:Drinking soft drinks such as Coca-Cola, Pepsi, Sevenup, Tiger, Speed, Energy Drinks etc. is prohibited.It is not halal to drink drinks like Coca-Cola, Pepsi, Sevenup, Tiger, Speed, Energy Dingx. They contain alcohol, which is forbidden in Islam. In Islam, it is forbidden to consume any food or drink that contains alcohol. Drinking alcohol makes people intoxicated, which causes them to lose their conscience and commit various types of criminal acts. Therefore, drinking alcohol is considered a serious crime in Islam. Drinks like Coca-Cola, Pepsi, Sevenup, Tiger, Speed, Energy Dingx should not be consumed even if the alcohol content is low. Because no amount of alcohol is permissible in Islam.So, it is better to avoid drinking drinks like Coca-Cola, Pepsi, Sevenup, Tiger, Speed, Energy Dingx.It is absolutely haram to take any food or drink, no matter what it contains, if it is mixed with alcohol i.e. intoxicants. The Messenger of Allah (PBUH) said, "Every intoxicant is alcohol and every intoxicant is haram" (Muslim, Mishkat Ha/3638). There is another hadeeth, "The one who becomes intoxicated in large quantities, the smaller quantity is forbidden" (Tirmidhi, Ibn Majah, Mishkat Ha/3645, Sahih).According to various news sources, alcohol is mixed in most soft drinks including all types of energy drinks. Recently, a French research institute revealed that two popular soft drinks, Coca-Cola and Pepsi, contain at least 10 mg of alcohol per liter (Press TV News, 30 June 2012). In addition, experts believe that the main ingredient of the soft drink is a mixture of pork fat. It also contains harmful substances for the body. Such as cocoa, caffeine, pesticides, carbon dioxide, high acid etc., which are very harmful to the health of people including kidneys, teeth, bones. For this reason, these soft drinks called soda water have been banned in different parts of the world. So these drinks cannot be consumed without being sure about the basic ingredients. Above all, it is necessary to stay away from suspicious things.Rasulullah (SAW) said, Halal is clear, Haram is clear. Among them is a doubtful thing which is haram (Bukhari, Muslim, Mishkat ha/2762).For English Visit Link: https://shrinkme.us/RURovZ
কোকাকোলা, পেপসি, সেভেনআপ, টাইগার, স্পিড, এনার্জি ডিংক্স প্রভৃতি কোমল পানীয় পান করা হারাম।কোকাকোলা, পেপসি, সেভেনআপ, টাইগার, স্পিড, এনার্জি ডিংক্স-এর মতো পানীয় পান করা হালাল নয়। এগুলোতে অ্যালকোহল মিশ্রিত থাকে, যা ইসলামে হারাম। ইসলামে, যেকোনো খাদ্য বা পানীয়ে অ্যালকোহল মিশ্রিত থাকলে তা গ্রহণ করা নিষিদ্ধ। অ্যালকোহল পান করলে মানুষ নেশাগ্রস্ত হয়ে পড়ে, যার ফলে তার বিবেকবোধ নষ্ট হয়ে যায় এবং সে বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজ করতে পারে। তাই, ইসলামে অ্যালকোহল পান করাকে গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হয়। কোকাকোলা, পেপসি, সেভেনআপ, টাইগার, স্পিড, এনার্জি ডিংক্স-এর মতো পানীয়গুলোতে অ্যালকোহলের পরিমাণ কম হলেও তা গ্রহণ করা উচিত নয়। কারণ, ইসলামে অ্যালকোহল পান করার কোনও পরিমাণই বৈধ নয়।সুতরাং, কোকাকোলা, পেপসি, সেভেনআপ, টাইগার, স্পিড, এনার্জি ডিংক্স-এর মতো পানীয় পান করা থেকে বিরত থাকাই ভালো।কোন খাদ্য ও পানীয়তে কম-বেশী যা-ই থাক না কেন, অ্যালকোহল অর্থাৎ নেশাদার দ্রব্য মিশ্রিত থাকলে তা গ্রহণ করা সম্পূর্ণ হারাম। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘মাদকতা আনয়নকারী প্রত্যেক বস্ত্তই মদ এবং প্রতিটি মাদকদ্রব্য হারাম’ (মুসলিম, মিশকাত হা/৩৬৩৮)। অন্য হাদীছে এসেছে, ‘যার বেশী পরিমাণে মাদকতা আসে, তার কম পরিমাণও হারাম’ (তিরমিযী, ইবনু মাজাহ, মিশকাত হা/৩৬৪৫, সনদ ছহীহ)। বিভিন্ন সংবাদসূত্রে জানা যায়, সকল প্রকার এনার্জি ড্রিংক্সসহ অধিকাংশ কোমল পানীয়তে এ্যালকোহল মিশ্রিত থাকে। সম্প্রতি ফ্রান্সের একটি গবেষণা প্রতিষ্ঠান প্রকাশ করেছে যে, জনপ্রিয় দু’টি কোমল পানীয় কোকাকোলা ও পেপসিতে প্রতি লিটারে অন্ততঃ ১০ মিলিগ্রাম এ্যালকোহল রয়েছে (প্রেস টিভি নিউজ, ৩০ জুন’১২)। এছাড়া কোমল পানীয়ের মূল উপাদানে শুকরের চর্বির মিশ্রণ রয়েছে বলে বিশেষজ্ঞ মহলের অভিমত। এতে শরীরের জন্য ক্ষতিকর নানা উপাদানও বিদ্যমান। যেমন কোকো, ক্যাফেইন, কীটনাশক, কার্বন ডাই-অক্সাইড, উচ্চমাত্রার এসিড প্রভৃতি, যা মানুষের কিডনী, দাঁত, হাড়সহ স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর। এজন্য বিশ্বের বিভিন্ন স্থানে এ সকল কোমল পানীয় নামক সোডা ওয়াটার নিষিদ্ধ করা হয়েছে। সুতরাং তৈরীর মূল উপাদানসমূহ সম্পর্কে নিশ্চিত না হয়ে এ সকল পানীয় পান করা যাবে না। সর্বোপরি সন্দেহজনক বস্ত্ত থেকে দূরে থাকা আবশ্যক। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। এর মাঝে একটি সন্দেহযুক্ত জিনিস রয়েছে যা হারাম (বুখারী, মুসলিম, মিশকাত হা/২৭৬২)।In English:Drinking soft drinks such as Coca-Cola, Pepsi, Sevenup, Tiger, Speed, Energy Drinks etc. is prohibited.It is not halal to drink drinks like Coca-Cola, Pepsi, Sevenup, Tiger, Speed, Energy Dingx. They contain alcohol, which is forbidden in Islam. In Islam, it is forbidden to consume any food or drink that contains alcohol. Drinking alcohol makes people intoxicated, which causes them to lose their conscience and commit various types of criminal acts. Therefore, drinking alcohol is considered a serious crime in Islam. Drinks like Coca-Cola, Pepsi, Sevenup, Tiger, Speed, Energy Dingx should not be consumed even if the alcohol content is low. Because no amount of alcohol is permissible in Islam.So, it is better to avoid drinking drinks like Coca-Cola, Pepsi, Sevenup, Tiger, Speed, Energy Dingx.It is absolutely haram to take any food or drink, no matter what it contains, if it is mixed with alcohol i.e. intoxicants. The Messenger of Allah (PBUH) said, "Every intoxicant is alcohol and every intoxicant is haram" (Muslim, Mishkat Ha/3638). There is another hadeeth, "The one who becomes intoxicated in large quantities, the smaller quantity is forbidden" (Tirmidhi, Ibn Majah, Mishkat Ha/3645, Sahih).According to various news sources, alcohol is mixed in most soft drinks including all types of energy drinks. Recently, a French research institute revealed that two popular soft drinks, Coca-Cola and Pepsi, contain at least 10 mg of alcohol per liter (Press TV News, 30 June 2012). In addition, experts believe that the main ingredient of the soft drink is a mixture of pork fat. It also contains harmful substances for the body. Such as cocoa, caffeine, pesticides, carbon dioxide, high acid etc., which are very harmful to the health of people including kidneys, teeth, bones. For this reason, these soft drinks called soda water have been banned in different parts of the world. So these drinks cannot be consumed without being sure about the basic ingredients. Above all, it is necessary to stay away from suspicious things.Rasulullah (SAW) said, Halal is clear, Haram is clear. Among them is a doubtful thing which is haram (Bukhari, Muslim, Mishkat ha/2762).For English Visit Link: https://shrinkme.us/RURovZ
Comments