top of page
Search
Writer's pictureMd Ashiqur Rahman Nasir

Get Your Child Admitted The Largest Madrasah In Bangladesh | Abdur Razzak Bin Yousuf | Nasir Media

আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ বাংলাদেশের বৃহত্তম ও শ্রেষ্ঠতম মাদ্রাসায় আপনার সন্তানকে ভর্তি করুন।

✅ ভর্তি আবেদনের লিংক: https://jamiah.nirf.org.bd/admission_form.php

✅ ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য কল করুন : +8801407-021822

আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ সম্পর্কে:

এদেশে প্রয়োজন এমন শিক্ষা প্রতিষ্ঠান, যা সাড়ে চৌদ্দশত বছর পূর্বের শিরক-বিদ‘আত মুক্ত ইসলামকে সমাজে প্রতিষ্ঠা করবে। যে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হবে সত্য ও ন্যায়ের উজ্জ্বল নক্ষত্র। পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আদর্শে উজ্জীবিত দুর্জয় কারী। সালাফে-ছালেহীনের আদর্শের ধারক-বাহক এবং ইসলামের বিশুদ্ধ আক্বীদা রক্ষার অতন্দ্রপ্রহরী। একবিংশ শতাব্দীতে ইসলাম বিরোধী যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবে। মিথ্যা ও ভ্রান্তি থেকে উত্তরণের ক্ষেত্রে মুক্তিকামী মানুষের আস্থার প্রতীক। প্রগতি ও অবাধ স্বাধীনতার বিষাক্ত ছোবলে আক্রান্ত জনতাকে তারা মুক্তির মোহনায় পৌঁছিয়ে দেবে এবং পাপ-পঙ্কিলতা আর অন্যায়ে নিমজ্জিত জনগোষ্ঠীকে ইসলামের ছায়াতলে আশ্রয় দেবে। এই প্রতিষ্ঠান থেকে লেখক, গবেষক, বাগ্মী বের হবে এবং কুরআন ও ছহীহ হাদীছের পতাকা নিয়ে দেশে-বিদেশে ছুটে বেড়াবে। বাংলাদেশসহ বিশ্বের প্রতিটি ঘরে ঘরে সত্যিকার ইসলামের দা‘ওয়াত পৌঁছানোর বিরামহীন প্রচেষ্টা চালাবে। তাই শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফ এরকমই প্রতিষ্ঠানের স্বপ্ন নিয়ে ২০১৩ সালের ২৪ আগস্ট হাটাব, বীরহাটাব-বিরাব, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে এবং ২০১৬ সালের ১৭ ফেব্রয়ারি ডাঙ্গীপাড়া, পবা, শাহমখদুম, রাজশাহীতে মানসম্মত ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে ‘আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ’ নামে বালক ও বালিকা শাখা সম্বলিত পৃথক পৃথক দুটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন।


In English:


About Al-Jamiah As-Salafia:

This country needs such educational institutions, which will establish Islam free from shirk and bid'at in the society of fourteen and a half hundred years ago. The students of the institution will be the shining stars of truth and justice. A conqueror inspired by the ideals of the Holy Quran and Sahih Hadith. The bearer of the ideals of the Salaf and the guardian of the pure creed of Islam. In the 21st century, anti-Islam will be able to face any challenge. A symbol of emancipatory human confidence in overcoming falsehood and delusion. They will lead the people affected by the poison of progress and freedom to the estuary of liberation and shelter the people immersed in sin and injustice under the shadow of Islam. Writers, researchers, orators will come out of this institution and they will run around the country and abroad with the banner of Quran and Sahih Hadith. It will make continuous efforts to reach every house in the world including Bangladesh. So Shaikh Abdur Razak bin Yusuf with the dream of such an institution on August 24, 2013 in Hatab, Birhatab-Birab, Rupganj, Narayanganj and on February 17, 2016 in Dangipara, Paba, Shahmakhdum, Rajshahi as a standard Islamic educational institution 'Al-Jami'ah As-Salafiyah'. Established two separate institutions with boys' and girls' wings.



87 views0 comments

Comments


bottom of page