top of page
Search
Writer's pictureMd Ashiqur Rahman Nasir

Food That Is Blessed In The Month Of Ramadan! Abdur Razzak Bin Yousuf | Nasir Media




শেষ রাতের খাবারকে সাহরি বলে। সিয়াম রাখার নিয়তে সাহরি খাওয়া সুন্নত। এটি রমজান মাসের অন্যতম বৈশিষ্ট। সাহরি খাওয়ার জন্য ঘুম থেকে উঠার গুরুত্ব অনেক। এতে রয়েছে প্রভুত কল্যাণ। সাহরি সিয়াম রাখার জন্য সহায়ক। এই জন্য সাহরিকে বলা হয়েছে বরকতময় খাবার। শেষ রাতের এই খাবার দ্বারা দিনের বেলায় সিয়াম রাখার শক্তি সঞ্চিত হয়। দিনের বেলায় অন্যান্য আমলের ক্ষেত্রেও শরীর থাকে প্রফুল্ল। সব কাজ করা যায় স্বাভাবিকভাবে। সাহরি খাওয়ার এই বিধান না থাকলে দিনের অন্যান্য আমল এবং স্বাভাবিক কাজকর্ম করা বান্দার জন্য কষ্টদায়ক হয়ে যেত। তাই রহমতের এই মাসে মহান আল্লাহ অনেক করুণা করে আমাদের সাহরি খাওয়ার নিয়ামত দান করেছেন। হাদিসে বর্ণিত হয়েছে, ‘রাসুল (সা.) বলেছেন, ‘তোমরা সাহরি খাওয়ার মাধ্যমে দিনের বেলা সিয়াম রাখতে সাহায্য নাও।’ -(সুনানে ইবনে মাজাহ ১৬৯৩)





সাহরি সিয়ামকারীকে সবল রাখে। সিয়ামের কষ্টকে হালকা করে। এটা হলো শারীরিক বরকত। আর শরয়ি বরকত হলো রাসুল (সা.)-এর নির্দেশ পালন এবং তার অনুসরণ। তাই অলসতায় সাহরি ত্যাগ করা কাম্য নয়। এতে সুন্নত আমল ব্যাহত হবে, শরিয়তের নির্দেশনা অমান্য করা হবে, নিজেকে বরকত থেকে বঞ্চিত রাখা হবে এবং আমাদের সিয়াম ইহুদি খ্রিস্টানদের সিয়ামের সাদৃশ্য হবে। এজন্য সাহরির সময় উঠে সামান্য কিছু হলেও খেতে হবে। 




The last meal is called Sahri. It is Sunnah to eat sahri for fasting. This is one of the characteristics of the month of Ramadan. Waking up to eat Sahri is very important. It contains abundant welfare. Sahri is helpful for fasting. This is why sahri is called the most blessed food. This last meal of the night provides strength to fast during the day. During the day, the body is cheerful in other periods as well. Everything can be done normally. Without this rule of eating Sahri, other activities of the day and normal activities would have become difficult for the servant. Therefore, in this month of mercy, Almighty Allah has blessed us to eat Sahri with great mercy. It is narrated in the hadith, "The Prophet (peace be upon him) said, 'Help yourself to fast during the day by eating Sahri.'" - (Sunan Ibn Majah 1693)





77 views0 comments

Comments


bottom of page