Fitrah! How To Pay The Fitrah? Abdur Razzak Bin Yousuf | Nasir MediaMd Ashiqur Rahman NasirApr 7, 20245 min readফিতরা কিভাবে আদায় করবেন? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ | নাসির মিডিয়াআবু ‘আলীয়া রহ. বলেছেন, সদাকাতুল ফিতর ফরয।ইবন উমার রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন,«فَرَضَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ زَكَاةَ الفِطْرِ صَاعًا مِنْ تَمْرٍ، أَوْ صَاعًا مِنْ شَعِيرٍ عَلَى العَبْدِ وَالحُرِّ، وَالذَّكَرِ وَالأُنْثَى، وَالصَّغِيرِ وَالكَبِيرِ مِنَ المُسْلِمِينَ، وَأَمَرَ بِهَا أَنْ تُؤَدَّى قَبْلَ خُرُوجِ النَّاسِ إِلَى الصَّلاَةِ»“প্রত্যেক গোলাম, আযাদ, পুরুষ, নারী, প্রাপ্ত বয়স্ক, অপ্রাপ্ত বয়স্ক মুসলিমের ওপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাতুল ফিতর হিসাবে খেজুর হোক অথবা যব হোক এক সা‘ পরিমাণ আদায় করা ফরয করেছেন এবং লোকজনের ঈদের সালাত বের হওয়ার পূর্বেই তা আদায় করার নির্দেশ দিয়েছেন।”[1]আবু হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,«وَكَّلَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِحِفْظِ زَكَاةِ رَمَضَانَ فَأَتَانِي آتٍ فَجَعَلَ يَحْثُو مِنَ الطَّعَامِ فَأَخَذْتُهُ، فَقُلْتُ لَأَرْفَعَنَّكَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ - فَذَكَرَ الحَدِيثَ -، فَقَالَ: إِذَا أَوَيْتَ إِلَى فِرَاشِكَ فَاقْرَأْ آيَةَ الكُرْسِيِّ، لَنْ يَزَالَ عَلَيْكَ مِنَ اللَّهِ حَافِظٌ، وَلاَ يَقْرَبُكَ شَيْطَانٌ حَتَّى تُصْبِحَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «صَدَقَكَ وَهُوَ كَذُوبٌ ذَاكَ شَيْطَانٌ»“রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে রমযানের যাকাত (সদকায়ে ফিতরের) হিফাজতের দায়িত্ব প্রদান করলেন। এরপর আমার নিকট একজন লোক আসলো। সে তার দু’হাতের কোষ ভরে খাদ্যশস্য গ্রহণ করতে লাগলো। তখন আমি তাকে ধরে ফেললাম এবং বললাম, আমি অবশ্যই তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিয়ে যাব। তখন সে একটি হাদীস উল্লেখ করল এবং বলল, যখন তুমি বিছানায় শুতে যাবে, তখন আয়াতুল কুরসী পড়বে। তাহলে সর্বদা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একজন হিফাজতকারী থাকবে এবং ভোর হওয়া পর্যন্ত তোমার কাছে শয়তান আসতে পারবে না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তোমাকে সত্য বলেছে অথচ সে মিথ্যাবাদী এবং শয়তান ছিল।”[2][1] সহীহ বুখারী, হাদীস নং ১৫০৩।[2] সহীহ বুখারী, হাদীস নং ৩২৭৫।ইবন উমার রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত,«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَضَ زَكَاةَ الفِطْرِ صَاعًا مِنْ تَمْرٍ، أَوْ صَاعًا مِنْ شَعِيرٍ عَلَى كُلِّ حُرٍّ، أَوْ عَبْدٍ ذَكَرٍ أَوْ أُنْثَى مِنَ المُسْلِمِينَ»মুসলিমদের প্রত্যেক আযাদ, গোলাম পুরুষ ও নারীর পক্ষ থেকে সদকাতুল ফিতর হিসাবে খেজুর অথবা যব থেকে এক সা‘ পরিমাণ আদায় করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরয করেছেন।”[3][3] সহীহ বুখারী, হাদীস নং ১৫০৪।ইয়ায ইবন আব্দুল্লাহ ইবন সা‘দ ইবন আবু সারহ আল-‘আমেরী তিনি আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু ‘আনহুকে বলতে শুনেছেন যে,«كُنَّا نُخْرِجُ زَكَاةَ الفِطْرِ صَاعًا مِنْ طَعَامٍ، أَوْ صَاعًا مِنْ شَعِيرٍ، أَوْ صَاعًا مِنْ تَمْرٍ، أَوْ صَاعًا مِنْ أَقِطٍ، أَوْ صَاعًا مِنْ زَبِيبٍ»“আমরা এক সা‘ পরিমাণ কিসমিস দিয়ে সদকাতুল ফিতর আদায় করতাম।”[4][4] সহীহ বুখারী, হাদীস নং ১৫০৬।‘আব্দুল্লাহ ইবন উমার রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত যে,«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ بِزَكَاةِ الفِطْرِ قَبْلَ خُرُوجِ النَّاسِ إِلَى الصَّلاَةِ»“নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে ঈদের সালাতের উদ্দেশ্যে বের হওয়ার পূর্বেই সদকাতুল ফিতর আদায় করার নির্দেশ দেন।”[5]আবু সা‘ঈদ খুদুরী রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,«كُنَّا نُخْرِجُ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الفِطْرِ صَاعًا مِنْ طَعَامٍ»، وَقَالَ أَبُو سَعِيدٍ: «وَكَانَ طَعَامَنَا الشَّعِيرُ وَالزَّبِيبُ وَالأَقِطُ وَالتَّمْرُ»“আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ঈদের দিন এক সা‘ পরিমাণ খাদ্য সদকাতুল ফিতর হিসাবে আদায় করতাম। আবু সা‘ঈদ রাদিয়াল্লাহু ‘আনহু বলেন, আমাদের খাদ্যদ্রব্য ছিল যব, কিসমিস, পনির ও খেজুর।”[6][5] সহীহ বুখারী, হাদীস নং ১৫০৯।[6] সহীহ বুখারী, হাদীস নং ১৫১০।আমাদের আরও ভিডিও দেখুন: https://www.youtube.com/nasirmedia In English:Abu 'Alia. He said, Sadaqatul Fitr is obligatory.On the authority of Ibn Umar, may God be pleased with him, who said:«فَرَضَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ زَكَةَ الفِطْرِ صَعًا مِنْ تَمْرٍ, اَوْ صَاعًا مِنْ شَعِيرٍ عَلَى العَبْدِ وَالحُرِّ, وَالذَّكَرِ وَالأُنثَى, وَالصَّغِيرِ وَالكَبِيرِ مِنَ المُسْلِمِينَ, وَأَمَرَ بِهَا أَنْ تُؤَدَّى قَبْلَ خُرُوجِ النَّاسِ إِلَى الصَّلَةِ»"The Messenger of Allah, may God's prayers and peace be upon him, enjoined upon every slave, free man, man, woman, adult, and minor Muslim to collect one Sa' of dates or barley as sadaqatul fitr, and ordered the people to collect it before the Eid prayer. ”[1]On the authority of Abu Hurairah Radiyallahu 'anhu, he said,«وَكَّلَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِحِفْظِ زَكَةِ رَمَضَانَ فَأَتَانِي اطٍ فَجَعَلَ يَحْثُو مِنَ الطَّعَامِ فَاَخَذْتُهُ فَقُلتُل َأَرْفَعَنَّكَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ - فَذَكَرَ الحَدِيثَ -, فَقَالَ: إِذَا اَوَيْتَ إِلَى فِراشِكَ فَاقْرَاْ ايَةَ الكُرْسِيِّ, نْ يَزَالَ عَلَيْكَ مِنَ اللَّهِ حَافِظٌ, وَلاَ يَقْرَبُكَ شَيْطَانٌ حَتَّى تُصْبِحَ, فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «صَدَقَكَ وَهُوَ كَذُوبٌ ذَاكَ شَيْطَانٌ»"The Messenger of Allah, may God bless him and grant him peace, entrusted me with the responsibility of safeguarding the Zakat (Charity of Fitr) during Ramadan. Then a man came to me. He began to take food grains with his hands full. Then I caught hold of him and said, I will definitely take you to the Messenger of Allah, may God bless him and grant him peace. Then he mentioned a hadith and said, when you go to bed, recite Ayatul Kursi. Then you will always have a protector from Allah and Satan will not come to you until dawn. Then the Prophet, may God bless him and grant him peace, said, "He told you the truth while he was a liar and a devil."[2][1] Sahih Bukhari, Hadith No. 1503.[2] Sahih Bukhari, Hadith No. 3275.On the authority of Ibn Umar Radiyallahu 'Anhuma,«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَضَ زَكَةَ الفِطْرِ صَعًا مِنْ تَمْرٍ, أَوْ صَاعًا مِنْ شَعِيرٍ عَلَى كُلِّ حُرٍّ, أَوْ عَبْدٍ ذَكَرٍ اَ وْ أُنْثَى مِنَ المُسْلِمِينَ»The Messenger of Allah, peace and blessings of Allah be upon him, made it obligatory for every free, slave, male and female Muslim to collect one sa' of dates or barley as Sadaqatul Fitr.”[3][3] Sahih Bukhari, Hadith No. 1504.Yaz ibn Abdullah ibn Sa'd ibn Abu Sarh al-'Amiri heard Abu Sa'id al-Khudri, may God be pleased with him, say:«كُنَّا نُخْرِجُ زَكَاةَ الفِطْرِ صَعًا مِنْ طَعَامٍ, أَوْ صَاعًا مِنْ شَعِيرٍ, أَوْ صَعًا مِنْ تَمْرٍ, أَوْ صَاعًا مِنْ أَقِطٍ, أَوْ صَاعًا مِنْ زَبِيبٍ»"We used to pay sadaqat al-fitr with one half of raisins."[4][4] Sahih Bukhari, Hadith No. 1506.On the authority of `Abdullah Ibn Umar Radiyallahu 'Anhuma who said:«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ بِزَكَةِ الفِطْرِ قَبْلَ خُرُوجِ النَّاسِ إِلَى الصَّلَةِ»"The Prophet (peace and blessings of Allah be upon him) ordered people to pay Sadaqat al-Fitr before going out for the Eid prayer."[5]On the authority of Abu Sa'eed Khuduri, may Allah be pleased with him, he said:«كُنَّا نُخْرِجُ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الِطْرِ صَاعًا مِنْ طَعَامٍ», وَقَالَ أَبُو سَعِيدٍ: «وَكَانَ طَعَامَنَا الشَّعِيرُ وَالزَّبِيبُ وَالأَقِطُ وَالتَّمْرُ»"We used to collect one half of food as Sadaqatul Fitr on the day of Eid during the time of the Prophet, may God bless him and grant him peace. Abu Sa'eed Radiyallahu 'anhu said, "Our food was barley, raisins, cheese and dates."[6][5] Sahih Bukhari, Hadith No. 1509.[6] Sahih Bukhari, Hadith No. 1510.
ফিতরা কিভাবে আদায় করবেন? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ | নাসির মিডিয়াআবু ‘আলীয়া রহ. বলেছেন, সদাকাতুল ফিতর ফরয।ইবন উমার রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন,«فَرَضَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ زَكَاةَ الفِطْرِ صَاعًا مِنْ تَمْرٍ، أَوْ صَاعًا مِنْ شَعِيرٍ عَلَى العَبْدِ وَالحُرِّ، وَالذَّكَرِ وَالأُنْثَى، وَالصَّغِيرِ وَالكَبِيرِ مِنَ المُسْلِمِينَ، وَأَمَرَ بِهَا أَنْ تُؤَدَّى قَبْلَ خُرُوجِ النَّاسِ إِلَى الصَّلاَةِ»“প্রত্যেক গোলাম, আযাদ, পুরুষ, নারী, প্রাপ্ত বয়স্ক, অপ্রাপ্ত বয়স্ক মুসলিমের ওপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাতুল ফিতর হিসাবে খেজুর হোক অথবা যব হোক এক সা‘ পরিমাণ আদায় করা ফরয করেছেন এবং লোকজনের ঈদের সালাত বের হওয়ার পূর্বেই তা আদায় করার নির্দেশ দিয়েছেন।”[1]আবু হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,«وَكَّلَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِحِفْظِ زَكَاةِ رَمَضَانَ فَأَتَانِي آتٍ فَجَعَلَ يَحْثُو مِنَ الطَّعَامِ فَأَخَذْتُهُ، فَقُلْتُ لَأَرْفَعَنَّكَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ - فَذَكَرَ الحَدِيثَ -، فَقَالَ: إِذَا أَوَيْتَ إِلَى فِرَاشِكَ فَاقْرَأْ آيَةَ الكُرْسِيِّ، لَنْ يَزَالَ عَلَيْكَ مِنَ اللَّهِ حَافِظٌ، وَلاَ يَقْرَبُكَ شَيْطَانٌ حَتَّى تُصْبِحَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «صَدَقَكَ وَهُوَ كَذُوبٌ ذَاكَ شَيْطَانٌ»“রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে রমযানের যাকাত (সদকায়ে ফিতরের) হিফাজতের দায়িত্ব প্রদান করলেন। এরপর আমার নিকট একজন লোক আসলো। সে তার দু’হাতের কোষ ভরে খাদ্যশস্য গ্রহণ করতে লাগলো। তখন আমি তাকে ধরে ফেললাম এবং বললাম, আমি অবশ্যই তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিয়ে যাব। তখন সে একটি হাদীস উল্লেখ করল এবং বলল, যখন তুমি বিছানায় শুতে যাবে, তখন আয়াতুল কুরসী পড়বে। তাহলে সর্বদা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একজন হিফাজতকারী থাকবে এবং ভোর হওয়া পর্যন্ত তোমার কাছে শয়তান আসতে পারবে না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তোমাকে সত্য বলেছে অথচ সে মিথ্যাবাদী এবং শয়তান ছিল।”[2][1] সহীহ বুখারী, হাদীস নং ১৫০৩।[2] সহীহ বুখারী, হাদীস নং ৩২৭৫।ইবন উমার রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত,«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَضَ زَكَاةَ الفِطْرِ صَاعًا مِنْ تَمْرٍ، أَوْ صَاعًا مِنْ شَعِيرٍ عَلَى كُلِّ حُرٍّ، أَوْ عَبْدٍ ذَكَرٍ أَوْ أُنْثَى مِنَ المُسْلِمِينَ»মুসলিমদের প্রত্যেক আযাদ, গোলাম পুরুষ ও নারীর পক্ষ থেকে সদকাতুল ফিতর হিসাবে খেজুর অথবা যব থেকে এক সা‘ পরিমাণ আদায় করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরয করেছেন।”[3][3] সহীহ বুখারী, হাদীস নং ১৫০৪।ইয়ায ইবন আব্দুল্লাহ ইবন সা‘দ ইবন আবু সারহ আল-‘আমেরী তিনি আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু ‘আনহুকে বলতে শুনেছেন যে,«كُنَّا نُخْرِجُ زَكَاةَ الفِطْرِ صَاعًا مِنْ طَعَامٍ، أَوْ صَاعًا مِنْ شَعِيرٍ، أَوْ صَاعًا مِنْ تَمْرٍ، أَوْ صَاعًا مِنْ أَقِطٍ، أَوْ صَاعًا مِنْ زَبِيبٍ»“আমরা এক সা‘ পরিমাণ কিসমিস দিয়ে সদকাতুল ফিতর আদায় করতাম।”[4][4] সহীহ বুখারী, হাদীস নং ১৫০৬।‘আব্দুল্লাহ ইবন উমার রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত যে,«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ بِزَكَاةِ الفِطْرِ قَبْلَ خُرُوجِ النَّاسِ إِلَى الصَّلاَةِ»“নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে ঈদের সালাতের উদ্দেশ্যে বের হওয়ার পূর্বেই সদকাতুল ফিতর আদায় করার নির্দেশ দেন।”[5]আবু সা‘ঈদ খুদুরী রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,«كُنَّا نُخْرِجُ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الفِطْرِ صَاعًا مِنْ طَعَامٍ»، وَقَالَ أَبُو سَعِيدٍ: «وَكَانَ طَعَامَنَا الشَّعِيرُ وَالزَّبِيبُ وَالأَقِطُ وَالتَّمْرُ»“আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ঈদের দিন এক সা‘ পরিমাণ খাদ্য সদকাতুল ফিতর হিসাবে আদায় করতাম। আবু সা‘ঈদ রাদিয়াল্লাহু ‘আনহু বলেন, আমাদের খাদ্যদ্রব্য ছিল যব, কিসমিস, পনির ও খেজুর।”[6][5] সহীহ বুখারী, হাদীস নং ১৫০৯।[6] সহীহ বুখারী, হাদীস নং ১৫১০।আমাদের আরও ভিডিও দেখুন: https://www.youtube.com/nasirmedia In English:Abu 'Alia. He said, Sadaqatul Fitr is obligatory.On the authority of Ibn Umar, may God be pleased with him, who said:«فَرَضَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ زَكَةَ الفِطْرِ صَعًا مِنْ تَمْرٍ, اَوْ صَاعًا مِنْ شَعِيرٍ عَلَى العَبْدِ وَالحُرِّ, وَالذَّكَرِ وَالأُنثَى, وَالصَّغِيرِ وَالكَبِيرِ مِنَ المُسْلِمِينَ, وَأَمَرَ بِهَا أَنْ تُؤَدَّى قَبْلَ خُرُوجِ النَّاسِ إِلَى الصَّلَةِ»"The Messenger of Allah, may God's prayers and peace be upon him, enjoined upon every slave, free man, man, woman, adult, and minor Muslim to collect one Sa' of dates or barley as sadaqatul fitr, and ordered the people to collect it before the Eid prayer. ”[1]On the authority of Abu Hurairah Radiyallahu 'anhu, he said,«وَكَّلَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِحِفْظِ زَكَةِ رَمَضَانَ فَأَتَانِي اطٍ فَجَعَلَ يَحْثُو مِنَ الطَّعَامِ فَاَخَذْتُهُ فَقُلتُل َأَرْفَعَنَّكَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ - فَذَكَرَ الحَدِيثَ -, فَقَالَ: إِذَا اَوَيْتَ إِلَى فِراشِكَ فَاقْرَاْ ايَةَ الكُرْسِيِّ, نْ يَزَالَ عَلَيْكَ مِنَ اللَّهِ حَافِظٌ, وَلاَ يَقْرَبُكَ شَيْطَانٌ حَتَّى تُصْبِحَ, فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «صَدَقَكَ وَهُوَ كَذُوبٌ ذَاكَ شَيْطَانٌ»"The Messenger of Allah, may God bless him and grant him peace, entrusted me with the responsibility of safeguarding the Zakat (Charity of Fitr) during Ramadan. Then a man came to me. He began to take food grains with his hands full. Then I caught hold of him and said, I will definitely take you to the Messenger of Allah, may God bless him and grant him peace. Then he mentioned a hadith and said, when you go to bed, recite Ayatul Kursi. Then you will always have a protector from Allah and Satan will not come to you until dawn. Then the Prophet, may God bless him and grant him peace, said, "He told you the truth while he was a liar and a devil."[2][1] Sahih Bukhari, Hadith No. 1503.[2] Sahih Bukhari, Hadith No. 3275.On the authority of Ibn Umar Radiyallahu 'Anhuma,«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَضَ زَكَةَ الفِطْرِ صَعًا مِنْ تَمْرٍ, أَوْ صَاعًا مِنْ شَعِيرٍ عَلَى كُلِّ حُرٍّ, أَوْ عَبْدٍ ذَكَرٍ اَ وْ أُنْثَى مِنَ المُسْلِمِينَ»The Messenger of Allah, peace and blessings of Allah be upon him, made it obligatory for every free, slave, male and female Muslim to collect one sa' of dates or barley as Sadaqatul Fitr.”[3][3] Sahih Bukhari, Hadith No. 1504.Yaz ibn Abdullah ibn Sa'd ibn Abu Sarh al-'Amiri heard Abu Sa'id al-Khudri, may God be pleased with him, say:«كُنَّا نُخْرِجُ زَكَاةَ الفِطْرِ صَعًا مِنْ طَعَامٍ, أَوْ صَاعًا مِنْ شَعِيرٍ, أَوْ صَعًا مِنْ تَمْرٍ, أَوْ صَاعًا مِنْ أَقِطٍ, أَوْ صَاعًا مِنْ زَبِيبٍ»"We used to pay sadaqat al-fitr with one half of raisins."[4][4] Sahih Bukhari, Hadith No. 1506.On the authority of `Abdullah Ibn Umar Radiyallahu 'Anhuma who said:«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ بِزَكَةِ الفِطْرِ قَبْلَ خُرُوجِ النَّاسِ إِلَى الصَّلَةِ»"The Prophet (peace and blessings of Allah be upon him) ordered people to pay Sadaqat al-Fitr before going out for the Eid prayer."[5]On the authority of Abu Sa'eed Khuduri, may Allah be pleased with him, he said:«كُنَّا نُخْرِجُ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الِطْرِ صَاعًا مِنْ طَعَامٍ», وَقَالَ أَبُو سَعِيدٍ: «وَكَانَ طَعَامَنَا الشَّعِيرُ وَالزَّبِيبُ وَالأَقِطُ وَالتَّمْرُ»"We used to collect one half of food as Sadaqatul Fitr on the day of Eid during the time of the Prophet, may God bless him and grant him peace. Abu Sa'eed Radiyallahu 'anhu said, "Our food was barley, raisins, cheese and dates."[6][5] Sahih Bukhari, Hadith No. 1509.[6] Sahih Bukhari, Hadith No. 1510.
Comments